সিরিজের বুধবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ছোঁড়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দশ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বিরাট-কোহলি শিখর ধাওয়ানরা।
লোকেশ রাহুলকে নিয়ে পরের উইকেটে জুটি গড়তে গিয়েও মিরাজের আঘাতে সফল হতে পারেননি আয়ার। বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়ে ভারতকে লড়াইয়ে ফেরালেনই আয়ার। পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে বড় জুটি গড়েছেন ডানহাতি এ ব্যাটার।
পঞ্চম উইকেট জুটিতে এখন পর্যন্ত আয়ার-অক্ষরের সংগ্রহ ৫৬ বলে ৬১ রান। রানের গতিটাও ঠিকঠাক ধরে রাখছেন এই দুই ব্যাটার। শুরুতে ধীরগতির ব্যাটিং করলেও এখন রানের গতি বাড়িয়ে ফিফটি তুলে নিয়েছেন আয়ার। তাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৯ রান। ৮১ বলে ৫৬ রান করে এক প্রান্ত আগলে রেখেছেন আয়ার। ২৬ বলে ২৬ রান করে অক্ষর প্যাটেল তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটের অপর প্রান্তে।
বাবু/জেএম