প্রথম ইনিংসেই বাংলাদেশকে বিরাট বিপর্যয়ের মুখ থেকে বাঁচিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট পড়া দলকে দারুণ শতকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তিনি। এবার চমক বোলার মিরাজের। পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আয়ারের ১০৭ রানের জুটি যখন চোখ রাঙাচ্ছিল টাইগারদের, তখনই শ্রেয়াসকে ফিরিয়ে লিটনদের ম্যাচে ফেরালেন মিরাজ।
বুধবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ছোঁড়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। দশ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বিরাট-কোহলি শিখর ধাওয়ানরা। লোকেশ রাহুলকে নিয়ে পরের উইকেটে জুটি গড়তে গিয়েও মিরাজের আঘাতে সফল হতে পারেননি আয়ার। তবে ভারতকে লড়াইয়ে ঠিকই ফিরিয়েছিলেন তিনই। পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে ভারতকে চালকের আসনে নিয়ে আসেন তিনই।
কিন্তু মিরাজের সামনে আবারও পরাস্ত ভারত। ৮২ রান করা আয়ারকে ফিরিয়ে বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান ডানহাতি এ স্পিনার। তবে রানটা এখন নাগালে আছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান। ৫৩ বলে ৫৬ রান করে অপরাজিত অক্ষর প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে রাখছে বাংলাদেশকে।
বাবু/জেএম