রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ইউক্রেনের দাবি
রাশিয়ার ৯৩ হাজার সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৭:০২ PM
ইউক্রেনের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জন রুশ সেনাকে হত্যার দাবি করেছে। এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজারের বেশি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার গার্ডিয়ান এই তথ্য প্রকাশ করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফের তথ্যানুসারে, ৮ ডিসেম্বরে যুদ্ধক্ষেত্রে রাশিয়া দুইটি ট্যাঙ্ক হারিয়েছে, সেই সঙ্গে হারিয়েছে আরও দুইটি করে সাঁজোয়া যান এবং আর্টিলারি সিস্টেম। এ ছাড়া ইউক্রেনের বেসামরিক স্থানপনায় আঘাত হানা দুইটি রুশ ড্রোনকে ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এসব তথ্য ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে রাশিয়া ইউক্রেনের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত ২৮৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত