রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ওজনে কারচুপির দায়ে দুই ফিলিং স্টেশনকে জরিমানা
৫ লিটারে ৪৩০ মিলি লিটার অকটেন কম দেয় ফিদা ফিলিং স্টেশন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৭:১৩ PM
মুন্সীগঞ্জের গজারিয়ায় ওজনে কারচুপির দায়ে ফিদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং ভেরিফিকেশন সনদ না থাকায় দাউদকান্দি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশিদুল ইসলাম।

জি.এম রাশেদুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সার্বিক সহযোগিতায় গজারিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় ওজনে কারচুপি করায় ফিদা ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্পের কেশিয়ার হিটলার হাসানকে ৫০ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়। ওই ফিলিং স্টেশনে প্রতি ৫ লিটার অকটেনে ৪৩০ মিলিলিটার কম দেওয়া হতো। দীর্ঘদিন ধরে ওজনে কারচুপি করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। 

অন্যদিকে, দাউদকান্দি ফিলিং স্টেশন নামে আরেকটি তেলের পাম্পের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমানকে ২০ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. কামরুল পলাশ।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত