শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
তুষারপাতে যুক্তরাজ্যে শত শত ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:৪৩ AM আপডেট: ১৩.১২.২০২২ ১০:১২ AM

যুক্তরাজ্যে তুষারপাত ও ঘন কুয়াশায় বাতিল হয়েছে শত শত ফ্লাইট। স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বেশিরভাগ অংশের পাশাপাশি ওয়েলসের কিছু অংশে আবহাওয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসি জানায়, রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাটউইক বিমানবন্দরে প্রায় ৯০টি উড্ডয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর সোমবার বাতিল হয়েছে অন্তত ৩৭টি উড্ডয়ন।

এছাড়া হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট। বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশটির রেললাইনও। বিঘ্ন ঘটছে ট্রেন চলাচলে। 

বেশকিছু দুর্ঘটনার পর চালকদেরকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাদেরকে পর্যাপ্ত জ্বালানি, খাবার, গরম কাপড় ও মোবাইলে চার্জ রাখতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা থেকে তুষারপর শুরু হওয়ার পর রোববার যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে যুক্তরাজ্যের প্রায় সব মহাসড়কে যান চলাচলে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 

সেই সঙ্গে অত্যন্ত প্রয়োজন না হলে জনগণকে বাড়ির বাইরে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধও জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত