শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
অস্ট্রেলিয়ায় গুলিতে ২ পুলিশসহ ৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১০:৪০ AM

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন ২৬ বছর বয়সী রাচেল ম্যাকক্রো ও ২৯ বছর বয়সী ম্যাথু আর্নল্ড। তারা কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার দুপুরে কুইন্সল্যান্ডের ছোট শহর উইয়াম্বিলায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারের অভিযানে যান তারা। সেখানে বন্দুকধারীদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে।

কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভার্স জানান, বাংলোটিতে ঢোকার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ড পুলিশ কমান্ডার ক্যাটারিনা ক্যারোল বলেন, ‘আমাদের নিরাপদে রাখতে দুই পুলিশ সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’

পুলিশ জানায়, এ গোলাগুলির ঘটনায় একজন পথচারীও নিহত হয়েছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত