রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
১১ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:২৭ PM
ইউক্রেনের রাজধানী কিয়েভে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের আগে এয়ার সাইরেন বেজে ওঠে। সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভে ইরানের তৈরি ১১টি শাহেদ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাবাহিনী গুলি করে ড্রোনগুলো ভূপাতিত করেছে। জরুরি পরিষেবা সংস্থাগুলোকে শেভচেনকিভস্কি জেলায় পাঠানো হয়েছে। কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, বিমান নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের এখন নিরাপদে থাকা উচিত। রাশিয়া এখন আমাদের জ্বালানি কাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এত কিছু সত্যেও আমরা প্রতিদিনই শক্তিশালী হচ্ছি। কিয়েভ শহরের প্রশাসন জানিয়েছে, ড্রোন হামলায় দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত