শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
চীনা পুরস্কারে ভূষিত এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১০:১৮ PM
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আনিসুর রহমানের এপিক মনোলগের ইংরেজি সংস্করণ এ বছর চীনা আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।

সাংহাইভিত্তিক পঞ্চম আন্তর্জাতিক কবিতা উৎসব কর্তৃপক্ষ এ পুরস্কারের জন্য ৩২টি গ্রন্থ বাছাই করে। ৩২টি কাব্যগ্রন্থ সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল। সংক্ষিপ্ত তালিকা থেকে বিচারকমণ্ডলী পাঁচটি বইকে এ পুরস্কারের জন্য নির্বাচন করে। এর মধ্যে এপিক মনোলোগ ‘আমি শেখ মুজিব’ অন্যতম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, অনুবাদক ও সম্পাদক কাও শুই এপিক মনোলগটি চীনা ভাষায় অনুবাদ করেন।

১৬ থেকে ১৯ ডিসেম্বর সাংহাইয়ে অনুষ্ঠিত বোয়াও কবিতা উৎসবে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি দেওয়া হবে। চীনে করোনা মহামারির নিষেধাজ্ঞার কারণে বহুল আনুষ্ঠানিকতা অনলাইনে আয়োজন করা হলেও পরের উৎসবে বা অন্য কোনো সুবিধাজনক সময়ে পুরস্কারপ্রাপ্ত লেখকরা সশরীরে আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার ডাক পাবেন। চীন ও ইউরোপের নামকরা সাহিত্য সম্পাদক এবং কবিতার অধ্যাপকদের সমন্বয়ে নয় সদস্যের বিচারকমণ্ডলী গঠন করা হয়েছিল। এ পুরস্কারের তালিকায় নির্বাচিত অন্যান্য বইগুলো চীন, রাশিয়া ও ভিয়েতনামের।

গতবছর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এপিক মনোলগটির ইংরেজি সংস্করণ আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ড্রাকোপিস প্রেস একযোগে ইউরোপ এবং আমেরিকা থেকে প্রকাশ করেছিল। আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা ড্রাকোপিস প্রেস লন্ডন, নিউইয়র্ক এবং তালিন থেকে একযোগে প্রকাশ করে। বইটি আমাজনসহ অন্যান্য অনলাইন মাধ্যমে দুনিয়াজুড়ে বিপণনের ব্যবস্থা রয়েছে। এ উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সহ-সভাপতি মশিউল আজম সজল।

এপিক মনোলগটির ইংরেজি সংস্করণের প্রচ্ছদে ব্যবহুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন শিল্পী রফিকুন নবী।আর বইয়ের ভেতরের প্রতিকৃতিগুলো এঁকেছেন শিল্পী নিসার হোসেন।

এপিক মনোলগটি ইংরেজি ছাড়া সুইডিশ, নেপালি, সোয়াহিলি, ফারসি, রাশিয়ান, ইউক্রেনিয়ান, ফরাসি, জার্মান, ইংরেজি, চীনা ও স্প্যানিশসহ দশের অধিক ভাষায় অনুবাদ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। সুইডেনের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান স্মক্কাডল থেকে এপিক মনোলগটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় ২০২০ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির আধুনিক রূপকার, একটি রাষ্ট্রের স্থপতি। প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কীভাবে তিনি ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটা নানাভাবে উঠে এসেছে এই নাটকে। বঙ্গবন্ধুর দীর্ঘপথ পরিক্রমায় তার মনের কী অবস্থা, তা কিছুটা ঘটনা পরম্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’।

মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে স্বগত সংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে। তিনি জানান, মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগত সংলাপটি শেষ হয়েছে। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে নেপালের শীর্ষস্থানীয় নাট্যশালা ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার নাটকটি নেপালি ও ইংরেজি ভাষায় মঞ্চে আনে। এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য ২০১৬ সালে প্রথম প্রকাশ পায়। বাংলাদেশের অনন্যা প্রকাশনী পরে এটি বই আকারে প্রকাশ করে। ইতোমধ্যে এপিক মনোলগটি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে এবং নাট্যকলার পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত ও মঞ্চায়িত হয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত