মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দীপিকার ‘বেশরম’ লুক নিয়ে মুখ খুললেন কস্টিউম ডিজাইনার
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৮:৪৬ PM
পাঠান ছবির ‘বেশরম রং’ গান নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা ভারতে। দীপিকা পাডুকোনকে কেন গেরুয়া মনোকিনি পরানো হল ওই মন্তব্যে তোলপাড় নানা মহলে। শত বিতর্কের মাঝে মুখ খুললেন দীপিকার কস্টিউম ডিজাইনার শালিনা নাথানি।

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় ডিজাইনার তিনি। দীপিকার সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। কেন নায়িকাকে খোলামেলা অবতারে সাজালেন শালিনা? তার কথায়, ‘সিদ্ধার্থ আনন্দ আমাকে গানের মুড ধরার কথা বলেছিলেন। পাঠান ছবিতে দীপিকার চরিত্র একেবারে কেয়ারফ্রি। সেই কারণে অনন্য কায়দায় তাকে সাজাতে হতো।’

ডিজাইনার এও জানিয়েছেন, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে একেবারে ভিন্ন লুক দিতে চেয়েছিলেন তিনি। দীপিকাকে লাস্যময়ী করে তোলার কাজ দেওয়া হয়েছিল তাকে। কাজের ক্ষেত্রে সমস্ত স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাই খুব সিরিয়ালসি অভিনেত্রীর সমস্ত লুক ডিজাইন করেছেন তিনি।

বর্তমানে দেশের টপ স্টাইলিস্টদের মধ্যে অন্যতম শালিনা নাথানি। আন্তর্জাতিক স্তরেও একাধিক কাজ করছেন তিনি। দীপিকা পাড়ুকোনের সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করছেন এই কস্টিউম ডিজাইনার। কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়ও দীপিকাকে সাজিয়েছেন তিনিই।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত