বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা পেলেন শরীফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৮:১৭ PM আপডেট: ২২.১২.২০২২ ৮:১৮ PM
২০২২ সালে বিজিবিতে বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ 'রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস)' পেয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ আজ ঢাকার পিলখানার বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে তাকে পিবিজিএমএস পদক পরিয়ে দেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গত ২০১৩ সালের ১৫ জানুয়ারি ৩১তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারে জেলা তথ্য অফিসার হিসেবে পঞ্চগড়ে যোগদান করেন।

এ ছাড়া তিনি সিরাজগঞ্জ, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের জেলা তথ্য অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বিজিবিতে যোগদানের আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত