শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
দেবলীনার বিয়ে ঘিরে সমালোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৬:৫৫ PM আপডেট: ২৪.১২.২০২২ ৬:৫৭ PM
বলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের বিয়েকে কেন্দ্র করে সরগরম নেট মাধ্যম। অভিনেত্রীর স্বামীর নাম শেহনওয়াজ় শেখ। মুসলিম ছেলেকে বিয়ে করার কারণে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

মুম্বাইয়ের কাছে ছোট পাহাড়ি শহর লোনাভলা। সেখানেই সাদামাটা ভাবে বিয়ে সারেন দেবলীনা। তার পর থেকেই সমাজমাধ্যমে প্রশ্নের শেষ নেই। একাংশের বক্তব্য, নিশ্চয়ই সন্তানসম্ভবা দেবলীনা। তাই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আবার আলিয়া ভাটের সঙ্গেও তুলনা হয়েছে তার। যদিও এত দিন মুখে কুলুপ এঁটে ছিলেন দেবলীনা। অবশেষে মুখ খুললেন।

দেবলীনা বললেন, ‘একজনের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে কী মজা পায় মানুষ, আমি সত্যিই বুঝতে পারি না। ভণ্ডামির একটা সীমা আছে। কাউকে অত্যাচার করার একটা সুযোগও হাতছাড়া করা যায় না, তাই না! কারও সুখ অনেকেরই সহ্য হয় না।’ দেবলীনা আরও জানান, এখন আর এসব মন্তব্যে গুরুত্ব দিতে তিনি মোটেই রাজি নন।

সূত্র : আনন্দবাজার

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত