শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কাস্টমসে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গ্রেপ্তার ২৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:৩০ PM আপডেট: ২৮.১২.২০২২ ৭:৩২ PM
চট্টগ্রাম কাস্টমস হাউজের সিপাহী পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দু-দফায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জালিয়াতির মাধ্যমে লিখিত পরীক্ষায় পাস করে মৌখিক পরীক্ষা দিতে এলে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর থেকে নগরের পাহাড়তলী থানার সাগরিকা রোডে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট প্রশিক্ষণ একাডেমিতে সিপাহী পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়। তিন দিনব্যাপী চলমান এই পরীক্ষা বুধবার (২৮ ডিসেম্বর) শেষ হয়।

এতে শারীরিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অংশ নেন। মৌখিক পরীক্ষার প্রথম দিনে ১৮ জনকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। তারা হলেন- মোবারক হোসেন, আক্তারুজ্জামান, খলিলুর রহমান, এনামুল হক, শহীদুল ইসলাম, মো. মহিউদ্দিন, আব্দুর রশিদ, সবুজ চন্দ্ৰ, জয় চন্দ্র দে, বাবুল মিয়া, আরিফুর রহমান, সুজন সরকার, নিতোষ চাকমা, সোহেল রানা, মো. ইলিয়াছ, কাজী দেলোয়ার হোসেন, আবুল বাশার ও রফিকুল ইসলাম।

তাদের স্বাক্ষর লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মিলছিল না। এছাড়াও গ্রেপ্তার ব্যক্তিরা লিখিত পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের উত্তর মৌখিকে দিতে পারেননি। যদিও ওইসব প্রশ্নের উত্তর তারা লিখিত পরীক্ষায় পেরেছিলেন।

একই অভিযোগে বুধবার শেষদিনে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ। তারা হলেন- শামীম আখন্দ, শামীম প্রধান, রফিকুল ইসলাম, মো. নূরনবী ও শাহেদ।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা রোজিনা খাতুন বলেন, ২৬ ডিসেম্বর রাতে কাস্টমস কর্তৃপক্ষ জালিয়াতির অভিযোগে ১৮ জনকে আটক করে থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ১৮ জনের বিরুদ্ধে সহকারী রাজস্ব কর্মকর্তা বুলবুল আহমেদ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ ডিসেম্বর তাদের আদালতে পাঠানো হয়।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত