বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কাল্পেলি এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্টসহ সিনিয়র উপদেষ্টা মো. মহসিন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা রেড ক্রিসেন্টের সঙ্গে কাজের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
সংস্থাটি জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার পাশাপাশি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সোসাইটির চেয়ারম্যানের সঙ্গে ডব্লিউএফপির প্রতিনিধিদলের এ সাক্ষাৎ।
এ সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং ব্যবস্থাপনা পর্ষদ সদস্য এম. মনজুরুল ইসলাম, বিডিআরসিএস’র মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান এবং তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ডা. শাহানা জাফর উপস্থিত ছিলেন।
বাবু/এসআর