রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
যতদিন ইচ্ছা ততদিন ছুটি নিতে পারবেন মাইক্রোসফটের কর্মীরা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ২:৪০ PM
কোনো হিসাব নিকাশ ছাড়াই কর্মীদের যতদিন মন চায় ততদিন ছুটির সুবিধা চালু করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ সুবিধার নাম দেওয়া হয়েছে ‘অফুরন্ত সময় উপভোগ করুন’। যারা এই ছুটি উপভোগ করবেন না তাদের জন্য এককালীন একটি বোনাসও দেবে প্রতিষ্ঠানটি।

কর্মীদের উদ্দেশে দেওয়া মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ক্যাথলিন হোগানের এক ই-মেইল বার্তার বরাতে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এমনটা জানিয়েছে।

এতে বলা হয়, মার্কিন কর্মীদের জন্য ছুটি বিষয়ে যে সীমাবদ্ধতা রয়েছে। মাইক্রোসফট সেটি তুলে নিচ্ছে। আগামী ১৬ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে কর্মরত সব মার্কিন কর্মীর জন্য এ সুবিধা কার্যকর হবে।

সব ধরনের বেতন স্কেলে থাকা কর্মীরা এ সুবিধা পাবেন। তবে যারা ঘণ্টা হিসাবের চুক্তিতে কর্মরত আছেন অথবা যারা যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত মাইক্রোসফটের হয়ে কর্মরত তারা এ সুবিধা পাবেন না। মাইক্রোসফট এ সুবিধাকে বলছে ‘ডিসক্রেশনারি টাইম অফ’।

কর্মীদের উদ্দেশে দেওয়া ওই ই-মেইল বার্তায় ক্যাথলিন লেখেন, ‘কীভাবে, কখন এবং কোথায় আমরা আমাদের কাজ করছি সেবিষয়ে নাটকীয় পরিবর্তন এসেছে। আমাদের যেহেতু পরিবর্তন হয়েছে সেহেতু ছুটি বিষয়ক নীতিমালা আধুনিকায়নের মাধ্যমে আরও সহজীকরণ করাই ছিল পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ।’

মাইক্রোসফট আগামীতে কর্মীদের বছরে ১০ দিন সাধারণ ছুটি দেবে। সেটা করপোরেট হলিডে, অনুপস্থিত থাকা, অসুস্থ এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক ছুটি এবং বিচারিক কাজ সম্পর্কিত ছুটি।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত