রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
দরপতন কাটিয়ে চাঙ্গা দেশের পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৯:২৫ PM
দরপতন কাটিয়ে চাঙ্গা হচ্ছে দেশের পুঁজিবাজার। এর ফলে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৭ জানুয়ারি) সূচক চাঙ্গা ভাবের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন বিমা, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনর পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ ২১ হাজার টাকা শেয়ার ও ইউনিটের। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা। অর্থাৎ গত ২ মাস ৮ দিনের মধ্যে আজ পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগের গত বছরের ৯ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকা।

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লখ ৯৬ হাজার ২১৪ টাকা। এর আগের গত বছরের ৯ নভেম্বর লেনদেন হয়েছিল ১৬ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার টাকার।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৭৩টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ৬৪ লাখ ৩৭ হাজার ৪০০টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানির শেয়ারের দাম।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত