বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
জনগণ রাস্তায় নামলে সরকার টিকতে পারবে না: গয়েশ্বর রায়
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১:০৬ PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণ যখন কোনও ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য রাস্তায় নামে তখন কোনও শক্তিতেই তারা টিকে থাকতে পারে না। পেছনে তাদের (সরকারের) শক্তি যতই থাকুক, সেই শক্তি তাদের টিকিয়ে রাখতে পারে না।’

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত দলীয় নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আজ অর্থনীতি দুর্নীতির কাছে হারিয়ে গেছে। রাজকোষ খালি, বেতন দেওয়ার টাকাও থাকবে না। এখন ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেটমারা ছাড়া রাজস্ব কর্মকর্তাদের আর কোনও কাজ নেই। এ পর্যন্ত ১৭টি ডেভেলপমেন্ট প্রকল্প তাদের কাজ স্থগিত রেখেছে, অর্থ যোগান দেওয়ার সুযোগ নেই। কিন্তু যে টাকাগুলো খরচ হয়েছে, সেই টাকাগুলো আসবে কোথা থেকে?’

‘গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির জন্য দাবি নয়, তাদের মুক্ত করা হবে’ মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার সকল আদালতকে এমনভাবে আয়ত্ত করেছে যে আদালত তার নিজস্ব বিচার, বিবেক, বুদ্ধি এবং আইনকে অনুসরণ করতে ভয় পায়। যারা ভয় পায় তাদের কাছে বিচার দিয়ে লাভ নেই, কারণ সঠিক বিচার করার ন্যূনতম ক্ষমতা তাদের নেই।’

মানববন্ধনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটো ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত