জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রশাসন ব্যবস্থা, সরকার পরিচালনা পদ্ধতি ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বই লিখেছেন মো. তোফাজ্জল হোসেন মিয়া। গ্রন্থের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার: দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’।
গ্রন্থটিতে এসব বিষয় ছাড়াও বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভা, বাজেট, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, পরিকল্পনা, উন্নয়ন, কৃষি, সমবায়, দ্বিতীয় বিপ্লব, প্রতিরক্ষা, অবকাঠামো ও যোগাযোগ, নারী উন্নয়ন, বাণিজ্যনীতি, আইনপ্রণয়ন, সিভিল সার্ভিস, শিক্ষা ও মানবসম্পদসহ ৪৭টি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
বৃহৎ পরিসরে গবেষণার আলোকে রচিত এ কাজটি সম্পন্ন করতে লেখক তৎকালীন সরকারি প্রতিবেদন, জাতীয় আর্কাইভ, দেশি-বিদেশি পত্র-পত্রিকা, সাক্ষাৎকার, শতাধিক গ্রন্থ, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের প্রতিবেদন পর্যালোচনা করেছেন। যেসব উৎস/সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেগুলোর তথ্যসূত্র গ্রন্থে উল্লেখ করা হয়েছে।
লেখক নিরবচ্ছিন্ন গবেষণা ও অক্লান্ত শ্রমে বঙ্গবন্ধুর সরকারের বিপুল তথ্যভাণ্ডার সুবিন্যস্তভাবে গ্রন্থে উপস্থাপন করে তৎকালীন সরকারের একটি মৌলিক রূপরেখা স্পষ্ট করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়ে তুলতে চেয়েছিলেন তার একটি প্রতিচ্ছবি এ গ্রন্থে বিধৃত হয়েছে। এই পরম্পরায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে বর্তমান এবং আগামী দিনের গবেষক, চিন্তক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং রাজনৈতিক কমীদের জন্য এ গবেষণা দলিলটি দিকদর্শন হিসেবে কাজ করবে।
মোট ৪৯২ পৃষ্ঠার এ গ্রন্থটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। দাম ১৪৯৫ টাকা। গ্রন্থটি পাঠক সমাবেশ, শাহবাগ ও কাঁটাবনে পাওয়া যাবে। গ্রন্থটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাবু/এসআর