মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতি ভালো নয়: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৭:৪০ PM
মিয়ানমার সীমান্তে চলমান সংঘর্ষ পরিস্থিতি ভালো নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের তিনি বলেন, ‘অনেক বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে।’

বান্দরবনে নতুন কিছু রোহিঙ্গার অবস্থান বিষয়ে মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাউকে ঢুকতে দেবো না।

তারা ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের সাধারণ নীতি যে আমরা কাউকে ঢুকতে দেবো না। জিরো লাইনে যে মারামারি হচ্ছে সেটির ভয়ে ও আতঙ্কে অনেকে ছোটাছুটি করছে।

উল্লেখ্য, কিছু দিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্ত এলাকার মিয়ানমার অংশে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সীমান্তের শূন্যরেখায় থাকা ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়ায় সেখানে আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের দিকে আসছে বলে অভিযোগ উঠেছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত