শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
এবার স্পটিফাইতে কর্মী ছাঁটাই হতে পারে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১১:২০ AM
অর্থনৈতিক মন্দায় পড়েছে সুইডিশ মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই। অনেকটা বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের কথা ভাবছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহেই সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, কতজন কর্মচারীকে এই মুহূর্তে ছাঁটাই করা হবে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৯,৮০০ জন কাজ করেন।

তবে কর্মী ছাঁটাই নিয়ে গণমাধ্যমে কোন প্রতিক্রিয়া দেয়নি স্পটিফাই। এর আগে গত বছরের অক্টোবরে স্পটিফাই খরচ কমানো এবং ছাঁটাইয়ের অংশ হিসেবে তার ইন-হাউস স্টুডিওগুলো থেকে ১১টি পডকাস্ট বন্ধ করে দেয়।

ইন-হাউস স্টুডিও জিমলেট এবং পারকাস্ট থেকে বাতিল করা পডকাস্টগুলোর মধ্যে ছিল হাউ টু সেভ এ প্ল্যানেট, ক্রাইম শো এবং মেডিকেল মার্ডারস। আজকের রাশিফল অনুষ্ঠানও বন্ধ করে দিয়েছে স্পটিফাই।

এদিকে বিশ্বব্যাপী আর্থিক অনিশ্চয়তার কারণে স্পটিফাই গত বছর ২৫ শতাংশ নতুন নিয়োগ কমিয়েছিল। সে সময় স্পটিফাই-এর প্রধান আর্থিক কর্মকর্তা পল ভোগেল জানিয়েছিলেন, তারা বিশ্ব অর্থনীতির ক্রমবর্ধমান অনিশ্চয়তা সম্পর্কে স্পষ্টভাবে সচেতন।

সুইডিশ এই মিউজিক-স্ট্রিমিং প্ল্যাটফর্মে ২০২২ সালে ৪৩৩ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত