বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৩ প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ১০০তম, ১০১তম ও ১০২তম ও ১০৩তম মেধা অধিকারী প্রার্থী একই নম্বর প্রাপ্ত হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে মোট ১০৩ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে।
সহকারী জজ নিয়োগের পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এ পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাবু/এসআর