শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ PM আপডেট: ২৫.০১.২০২৩ ৪:২৯ PM

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালা। আজ বুধবার নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচিতে বলা হয়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানিয়েছেন, আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে এ খবর জানান সিইসি।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দাখিল ১২ ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাইবাছাই ১৩ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের তারিখ ১৪ ফেব্রুয়ারি। এরপর ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।

তিনি জানান, ৩৪৩ জন সংসদ সদস্য ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর দুইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার খবর জানিয়েছিলেন সিইসি। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত