শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
রোজায় নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ২:৫৯ PM আপডেট: ২৫.০১.২০২৩ ৪:২৯ PM

রোজায় নিত্যপ্র‌য়োজনীয় প‌ণ্যের দাম বাড়া‌নোর বিরু‌দ্ধে শক্ত ব্যবস্থা নি‌তে জেলা প্রশাসক‌দের (ডিসি) নি‌র্দেশ দি‌য়ে‌ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার ডিসি সম্মেলনের চতুর্থ অধিবেশনে তিনি মাঠ প্রশাস‌নের শীর্ষ কর্মকর্তা‌দের এ নি‌র্দেশ দেন।

অধিবেশন শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি অধিবেশনে ডিসিদের বলেছি, আপনারা সরকারের হাত। রমজান মাস সামনে। খেয়াল রাখবেন কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি ভোক্তাদেরও অধিকার সচেতন করতে হবে।’

নিত্যপণ্যের বাজার তদার‌কি নিয়ে এক প্র‌শ্নে বাণিজ্যমন্ত্রী ব‌লেন, ‘রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

‘বাণিজ্য প্রসারে ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে। মানুষ কোরবানির সময় পশুর চামড়ার দাম পায় না। সে সময়ও ডি‌সিরা সতর্ক থাকবেন, ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত