ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আরও সাত দিন মেলার কার্যক্রম বাড়ানোর দাবি জানিয়েছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর কাছে এক লিখিত চিঠিতে এই দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়- শৈত্যপ্রবাহের কারণে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও বৈদ্যুতিক মিস্ত্রির সংকট ছিল। তাই মেলায় বরাদ্দকৃত স্টল তৈরিতে সাত দিন সময় বেশি লেগে গেছে। তবে আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, মেলা আগামী ৩১ জানুয়ারি শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এতে দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনিপ্যাভিলিয়ন অংশ নিয়েছে। যা গত বছরের চেয়ে ১২৬টি বেশি।
বাবু/এসআর