আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুখের দিকে চেয়ে নেতা বানাবেন না। পদ না থাকলে সালামও দেবে না কেউ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নিজের লোক, ত্যাগী, দুঃসময়ে যারা ছিল তাদের দিয়ে কমিটি করবেন। আত্মীয়স্বজন দিয়ে কমিটি করা চলবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রতিনিধি সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ আরও অনেকে।
-বাবু/এ.এস