বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
বাণিজ্য বাধা দূর করতে ভারতকে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১০:৩২ PM

বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সব ধরনের বাণিজ্য বাধা দূর করার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।


মন্ত্রী তার বক্তব্যে বৈশ্বিক চ্যালেঞ্জ বিশেষ করে কোভিড বা ইউরোপ সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বের ওপর জোর দেন। পাশাপাশি তিনি দুই দেশের জনগণের জীবন ও জীবিকার উন্নতির জন্য উভয়ের মধ্যে সমন্বিত প্রচেষ্টা এবং পারস্পরিক অংশীদারিত্বের ওপরও জোর দেন।


আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।


মোমেন বলেন, ভারতে প্রতি বছর প্রচুর বাংলাদেশি পর্যটক ভ্রমণ করে। আবার বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক ভারতীয় কাজ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশ দুই দেশের জনগণের উন্নতি এবং এই অঞ্চলে যৌথ শান্তি ও সমৃদ্ধির জন্য একযোগে কাজ করে যাবে।


পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।


বাবু/এসআর




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত