শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
বিএনপি শুধু ক্ষমতা চায়, এজন্য দেশে শুধু বিশৃঙ্খলা করে
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৭:৩৯ AM আপডেট: ২৯.০১.২০২৩ ৯:৪৩ AM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি শুধু ক্ষমতা চায়, এজন্য দেশে শুধু বিশৃঙ্খলা করে। তাদের শুধু ক্ষমতা দরকার। কারণ ক্ষমতায় আসলেই লুটপাট করা যায়।’পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র চালাচ্ছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের মাঠে নব-নির্মিত ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের মাঝে যদি ঐক্য না থাকে তাহলে তৃতীয় শক্তি রাজনীতির মাঠ দখল করে নিয়ে যাবে। কাজেই আমাদেরকে পরিচ্ছন্নভাবে রাজনীতি করতে হবে। আমরা দেখেছি বিএনপি-জামায়াত দেশের বাইরেও ষড়যন্ত্র চালাচ্ছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য। তাতে দেশের জনগণের ক্ষতি হবে। আপনাদেরও ক্ষতি হবে। সে কারণে আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করেন। দেশের জনগণ যাদেরকে পছন্দ করে তাদেরকেই ভোট দিয়ে জয় লাভ করাবেন। এর বাইরে আর কোনও সুযোগ নাই।

বিরোধীদল বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু একে অপরের শত্রু নই। আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। দেশের মানুষের জন্য। কাজেই নিজেদের মধ্যে শত্রুতা করলে রাজনীতির ক্ষতি হবে, দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। উন্নয়ন ব্যাহত হবে। দেশের মানুষের ক্ষতি হবে। সে জন্য যারা রাজনীতি করে তাদের মধ্যে ঐক্য থাকা উচিত।
মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী।

জাগীর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,পৌর-মেয়র মো. রমজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজনীতি   বিএনপি   স্বাস্থ্যমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত