বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে আনন্দের উন্মদন
আব্দুর রহমান
প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ২:০১ PM আপডেট: ২৯.০১.২০২৩ ২:২৭ PM
দীর্ঘ পাচ বছর আজ রবিবার রাজশাহীতে পৌছেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই  সফর গিরে রাজশাহীতে বিরাজ করছে সাজ সাজ রব। ঐতিহাসিক মাদ্রসা মাঠ ছেয়ে গেছে পেষ্টুন আর বিলবোর্ডে। সমাবেস কে ঘিরে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা আলাদা আলাদা কালারের ক্যাপ মাথায় দিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। 

সকাল থেকে বর্ণিল সাজে নৌকার আদলে গাড়ি থেকে শুরু করে ককসিট দিয়ে তৈরী নৌকা  নিয়ে নেতা কের্মীরা মাঠে আসতে শুরু করেছেন।

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী রাজশাহী অঞ্চলের মানুষের জন্য অনেক কিছু করেছেন। রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী হাত উজার করে  দিয়েছেন। তাঁরা এবার প্রধানমন্ত্রীর কাছে কিছুই চাইবেন না। তাঁকে রাজশাহীবাসী কৃতজ্ঞতা জানাবে।

জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা তুলে ধরবেন এবং ভোট চোওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দিবেন। ১হাজার ৩১৭কোটি টাকা ব্যয়ে   ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন।  এর মধ্যে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং ৬টি চলমান। এই ছয়টি প্রকল্প ৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে  ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি ক্রসিং সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল নির্মাণ করা হয়েছে। রাজশাহী সিটিতে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে প্রায় ৫ কোটি ২ লাখ টাকা ব্যয়ে দেশের বৃহত্তম ম্যুরাল নির্মাণ করেছে। ম্যুরালটির উচ্চতা ৫৮ ফুট এবং ম্যুরালের মূল অংশে ৫০ ফুট উচ্চতা এবং ৪০ ফুট চওড়া বঙ্গবন্ধুর ছবি রয়েছে। সীমানা প্রাচীরের উভয় পাশে ৭শ ফুট জায়গায় টেরাকোটার কাজ করা হয়েছে। গ্যালারি এবং ল্যান্ডস্কেপিং সুপার গ্রানাইট দিয়ে সুসজ্জিত। ম্যুরালে নাইট ভিশনসহ সুসজ্জিত বৈদ্যুতিক বাতি রয়েছে।

 বাবু/এ আর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধানমন্ত্রী   রাজশাহী   উন্নয়ণ   বঙ্গবন্ধু ম্যুরাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত