ঢাকায় মক্কার পবিত্র জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার সকালে অধিদপ্তরের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুজ্জামান এ তথ্য জানান।
এর আগে গত ২৭ জানুয়ারি এ বিষয়ে একটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঢাকায় জমজমের পানির উৎস জানতে মাঠে নামে প্রতিষ্ঠানটি। ভোক্তার ডিজি বলেন, ‘জমজমের পানি বিক্রি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমার মতে অবৈধভাবে জমজমের পানি বিক্রি হচ্ছে এবং এটাকে এখানে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। এখন এ নিয়ে করণীয় নির্ধারণ করবে মার্কেট কমিটি। তারা আগামী বুধবারের মধ্যে আমাদের জানাবেন এ বিষয়ে কী করা যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেব। জমজমের পানি বিক্রি আপাতত বন্ধ থাকবে। আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে কাজ করবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিক্রি করলে, প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।’
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |