সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
দুর্নীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৭:২৮ AM
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্য কমানো, সুষ্ঠু ব্যবসা পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার অন্যতম শর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনার অঙ্গীকার রয়েছে। তাই লিখিতভাবে আইএমএফের কাছে দুর্নীতি কমিয়ে আনায় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিষয়টি নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র।

এ ক্ষেত্রে ওই সংস্থাটির ঋণ পেতে বেশ কিছু শর্ত পালন করতে হবে। সবকিছু ঠিক থাকলে আইএমএফ ৪২ মাসে সাত কিস্তিতে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে। ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারি কিংবা মার্চে। পরের প্রতিটি কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখবে আইএমএফ। ঋণ পাওয়ার জন্য আইএমএফের দেওয়া কোন কোন শর্ত পালনে সম্মত বাংলাদেশ, তার জন্য মেমোরেন্ডাম অব ইকোনমিক ফাইন্যান্সিয়াল পলিসি (এমওইএফপি) গ্রহণ করা হয়েছে।

গত রোববার 'বাংলাদেশের ব্যবসায় পরিবেশ :উদ্যোক্তা জরিপ ২০২২' নামের এ জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এতে বলা হয়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গত বছর দুর্নীতিই ছিল প্রধান বাধা। দুর্নীতির কারণে বিভিন্ন সেবা পেতে বাড়তি ব্যয় গুনতে হয়। এ কারণে অভ্যন্তরীণ কিংবা রপ্তানি- উভয় ধরনের পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে। পণ্য ও সেবার মূল্য বা মূল্যস্ম্ফীতির চাপ আরও বেড়ে যায়। এতে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত বছরের জানুয়ারিতে প্রকাশিত বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে ১৪৭তম অবস্থানে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে দ্বিতীয়। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, এর আগের বছর ছিল ১২তম। আজ মঙ্গলবার সংস্থাটি 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২২' প্রকাশ করবে।

যেসব শর্ত মানতে সম্মত বাংলাদেশ :আইএমএফের শর্ত অনুযায়ী শুধু ব্যবহারযোগ্য তহবিলকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে আনতে সম্মত হয়েছে বাংলাদেশ। এ ছাড়া খেলাপি ঋণ কমিয়ে আনতে এসব ঋণ আদায়ে আলাদা কোম্পানি গঠন, ব্যাংক কোম্পানি আইনের দুর্বলতা দূর, আর্থিক খাতে তদারকি বৃদ্ধির পাশাপশি ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে ব্যাংক ঋণে সর্বোচ্চ সুদহারের সীমা ৯ শতাংশ তুলে দেওয়ার শর্ত থাকলেও আপাতত তা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও আইএমএফকে জানিয়ে দিয়েছে সরকার।

এদিকে দেশের অর্থনীতির আকারের বিবেচনায় বাংলাদেশে কর আদায়ের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। কর জিডিপির অনুপাত বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ জন্য ক্রমান্বয়ে ব্যতিক্রমধর্মী জনস্বার্থমূলক কার্যক্রম ছাড়া শুল্ক্ক-কর অব্যাহতি তুলে দেওয়ার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে গ্রহণ করা হয়েছে নতুন আয়কর আইন কার্যকর ও রাজস্ব খাতে সংস্কারের উদ্যোগ।

সরকারের ভর্তুকি কমিয়ে আনতে জ্বালানির দাম বাড়ানোর পাশাপাশি মূল্য নির্ধারণে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রতি তিন মাস পরপর সমন্বয় করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টিও এমওইএফপিতে উল্লেখ করা হয়েছে। পণ্যের দাম বাড়লে জীবনযাত্রার ব্যয় বাড়ে। এ ধরনের জনদুর্যোগ এড়াতে সরকারের ব্যবস্থাপনাগত উৎকর্ষতার পাশাপাশি সাধারণের জন্য বিকল্প উপায়ে ভোগান্তি লাঘবে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের বাজেট ঘাটতি মেটানোর প্রক্রিয়াটি সামঞ্জস্যপূর্ণ করা হবে বলেও জানানো হয়েছে। আইএমএফের পক্ষ থেকে সারে ভর্তুকি কমানোর পরামর্শ থাকলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে এ খাতে ভর্তুকি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঋণ পেতে গুণগত মান উন্নয়ন-সংক্রান্ত শর্ত (কিউপিসি), অবকাঠামোগত মান উন্নয়ন-সংক্রান্ত শর্ত (এসপিসি) ও সাধারণ প্রতিশ্রুতির আওতায় আইএমএফের দেওয়া প্রায় ৩০ শর্ত পূরণে সম্মত হয়েছে বাংলাদেশ। এসব শর্ত পূরণ যাতে ঠিকঠাক হয়, তার জন্য বিশেষ তদারকির ব্যবস্থা করা হয়েছে। এ উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

বাবু/ এন আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দুর্নীতিন   অর্থমন্ত্রী    প্রতিশ্রুতি   সুশাসন প্রতিষ্ঠা   আইএমএফ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত