শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
থ্রি-পিন বৈদ্যুতিক প্লাগের মাঝে কাটা থাকে কেন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:৪১ PM

দৈনন্দিন জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলি ব্যবহার করতে গিয়ে মনে নানান প্রশ্ন জাগে। আধুনিক জীবনযাত্রায় বিদ্যুৎ সামগ্রী ছাড়া অচল। টিভি, ফ্রিজ বা এসির মত অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্রই বিদ্যুতের সাথে সংযুক্ত করা হয় প্লাগের মাধ্যমে। এই ক্ষেত্রে থ্রি পিন প্লাগ ব্যবহার হয়। তবে আপনি যদি এই বৈদ্যুতিক প্লাগের পিনের দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে পিনের মাঝে একটি কাটা দেখতে পাবেন।

টু-পিন প্লাগ ছোট জিনিসের জন্য এবং থ্রি-পিন প্লাগ বড় জিনিসের জন্য ব্যবহার করা হয়। এবার আসা যাক আসল কথায়। দুই ধরনের থ্রি-পিন প্লাগ রয়েছে, একটি অ্যালুমিনিয়াম ও অন্যটি পিতলের। পিতলের পিনগুলি সর্বদা নিকেল দিয়ে পালিশ করা হয় কারণ এতে মরিচা এবং ক্ষতির প্রবণতা বেশি থাকে।

পিতলের পিনের উপর একটি কাটা তৈরি করা হয়, যা এটিকে স্টিলের মতো দেখায়। পিতলের কাটা পিন বিদ্যুতের একটি ভালো পরিবাহী। এতে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয়। তবে একটি সীমা নির্ধারণ করা হয়েছে, যার কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি গরম হয়ে প্রসারিত হতে পারে। এছাড়াও প্লাগটি সকেটে আটকে যায়, যার ফলে আকৃতিও পরিবর্তন হতে পারে।

পিনের মাঝে কাটাটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, যা ক্ষতি বা পুড়ে যাওয়ার ঝুঁকি কমায়। তাই আপনি যখনই প্লাগ কিনবেন তখন অবশ্যই আপনাকে কাটা চিহ্নটি দেখে নিতে হবে। এটি আপনার নিরাপত্তার দিক দিয়ে সত্য বলে প্রমাণিত হবে। এই তথ্যটি অন্যদের সাথে শেয়ার করা উচিত যাতে লোকেরাও এটির সম্পর্কে সচেতন হতে পারেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বৈদ্যুতিক প্লাগ   থ্রি-পিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত