সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
৫ ঘণ্টা করে বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩১ PM আপডেট: ০১.০২.২০২৩ ২:৩৮ PM

রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই মাস রাতে ৫ ঘণ্টা করে বিমান চলাচল বন্ধ থাকবে। কুয়াশার কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য এ সময়কে বেছে নেওয়া হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের লাইটিং ব্যবস্থার সংস্কারকাজের জন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, মূলত রানওয়ের সেন্ট্রাল লাইট স্থাপনের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সময়ে আমাদের ৭ থেকে ৮টি ফ্লাইট ছিল। যেগুলো কখনো কখনো শীতের কারণে ডাইভার্ট হয়ে থাকে। এতে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। এ ফ্লাইটগুলো দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, তাই কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি যখন দুই মাস পর রানওয়ের সংস্কারকাজ শেষ হয়ে যাবে, তখন বিমানবন্দরের সেবার মান আরও উন্নত হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাহজালাল বিমানবন্দর   নির্দেশনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত