রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূতভাবে শত শত দোকান গড়ে তোলা হয়েছে। অভিযোগ নিয়ম-নীতি তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণভাবে পাঁচ শতাধিক দোকান গড়ে তুলেছে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অসাধু একটি চক্র
নকশা যাচাই-বাছাই করে দোকান গড়ে তোলার প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূতভাবে পাঁচ শতাধিক দোকানঘর গড়ে তোলার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
দুদক জানায়, দুদক টিম সরেজমিন পরিদর্শন করার সময়ে প্রাপ্ত নকশা যাচাই করে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূতভাবে প্রায় পাঁচ শতাধিক দোকানঘর গড়ে তোলার অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এ বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে টিম যোগাযোগ করে। ওই কর্মকর্তা দুদক টিমকে বলেন, নকশা বহির্ভূতভাবে পঞ্চম তলার অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ২০২২ সালে একটি টেকনিক্যাল কমিটি গঠন হয়েছে। টেকনিক্যাল কমিটি প্রতিবেদন দাখিল করলে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোর বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে সিটি কর্পোরেশন।
বাবু/হাদি