পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক নয়। সর্বক্ষেত্রে এখন বাংলাদেশের বিজয় সূচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সাবেক এ খাদ্যমন্ত্রী মনে করেন, বিএনপি আবার জ্বালাও-পোড়াও করবে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়। বিএনপি নির্বাচন মানে না, আদালত মানে না।
কামরুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ আমাদের। অথচ বিএনপির ডিজিটাল অপপ্রচারের জবাব আমরা দিতে পারছি না। বিএনপি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে এখন আইন মেনে মিছিল-মিটিং করছে। এটা তাদের একটা মহড়া।
এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি নেতাদের ওপর নির্যাতনের কথা স্মরণ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তাদের দুই বছরে এমন কোনো পেশার লোক নাই নির্যাতন করে নাই। পলাতক নেতা তারেক রহমানের হাড় ভেঙে দিয়েছে। হুইলচেয়ারে বিমানবন্দরে গেছে। সেগুলো ভুলে গেছে বিএনপি।
তিনি বলেন, ‘কোনো অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার হবে না। ন্যাড়া বেল তলায় একবারই যায়। জিয়াউর রহমান-এরশাদের অনির্বাচিত সরকারের মতো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচন হবে। বিএনপি নিজের অস্তিত্ব রক্ষায় নির্বাচনে আসবে। না হলে তাদের নেতাকর্মীরাই তাদের মারবে।
কামরুল ইসলাম বলেন, ‘মানুষ তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে থাকতে পারে না। ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বে সমস্যা চলছে। এ সমস্যা থেকে শেখ হাসিনা ছাড়া উত্তরণ সম্ভব নয়। মানুষ তা মনে করে।
বাবু/এ আর