মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
আইএসিআরডির নির্বাহী পরিচালক মনোনীত হলেন এবিএম রাশেদুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৫ PM
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএসিআরডি) নির্বাহী পরিচালক মনোনীত হয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান।

প্রতিষ্ঠানটির বোর্ডের নির্বাহী পরিচালক পদে মনোনীত হওয়ার পর ইবিএইউবির উপাচার্য শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বব্যাপী বিস্তার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান ২০২২ সালের ১ সেপ্টেম্বর এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া  এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপক ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইন্ডিয়ান একাডেমিক রিসার্চ অ্যাসোসিয়েশনের (আইএএআরএ) একজন সম্মানিত ফেলো এবং বাংলাদেশ শাখার সদস্য।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যা শিক্ষা ও শিক্ষণ পদ্ধতির বিভিন্ন ধারণার বিকাশ ও বিস্তার নিয়ে কাজ করে থাকে।

বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত