সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ঢাকায় শুরু হচ্ছে ৭ম ইন্টারন্যাশনাল ইলেকট্রিক এক্সপো
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫০ PM
দেশে উৎপাদিত আন্তর্জাতিকমানের ইলেকট্রিক পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৭ম ইন্টারন্যাশনাল ইলেকট্রিক এক্সপো বাংলাদেশ ২০২৩। 

আগামী ৯ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজিত মেলার যৌথ আয়োজনে রয়েছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমা) ও ওয়েম বাংলাদেশ লিমিটেড। মেলায় ১৫০টি ব্র্যান্ডের ১২০টি স্টল, ৪০ জন বিদেশি প্রতিনিধি, ৮০ জন এক্সিবিউটরস অংশ নেবেন।

এক্সপো উপলক্ষে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আফতাব জাবেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ, বিইসিএমএর ভাইস প্রেসিডেন্ট এ. বি. এম আরশাদ হোসেন, বিমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মমিনুর রহমান মিঠু, এসএমই ফাউন্ডেশনের পরিচালক এনায়েত হোসেন চৌধুরী, বিমা পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান আজিবর রহমান, বিপিসির নির্বাহী কর্মকর্তা এস এম আনোয়ার হোসেন, ওয়েম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ আরিফ ও পরিচালক (মার্কেটিং) নাছিমুর রহমান।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইন্টারন্যাশনাল   ইলেকট্রিক   এক্সপো  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত