সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
প্রশ্ন তৈরিতে প্রেসের সিডিউল পাচ্ছে না পিএসসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৫ PM আপডেট: ১৯.০২.২০২৩ ২:০৪ PM
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে প্রেসের শিডিউল পায়নি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন পরীক্ষার আগে অল্প সময়ের মধ্যে প্রেসের শিডিউল না পাওয়ায় যথা সময়ে প্রিলিমিনারি পরীক্ষা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ অবস্থায় ওই পরীক্ষা নেওয়া হবে কি না, সেটি পরিষ্কার করেনি পিএসসি।

বিসিএসের পরীক্ষার সঙ্গে জড়িত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পরীক্ষার জন্য আমাদের প্রাক প্রস্তুতি নেওয়া আছে। কিন্তু প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে প্রশ্নপত্র। প্রিলিমিনারির জন্য ছয় সেট প্রশ্ন করতে হয়। ছয় সেট প্রশ্ন তো কম নয়। পরীক্ষা নিতে গেলে এই প্রশ্ন তো ছাপাতে হবে। সেই ছাপানোর বিষয়ে কোনো অগ্রগতি নেই। 

ওই কর্মকর্তা আরও বলেন, প্রশ্ন ছাপানোর প্রশ্নে নিরাপত্তা একটি বড় ব্যাপার। আমরা যেখানে সেখানে এ প্রশ্ন ছাপাতে পারি না। যেখানে আমরা ছাপাই সেই প্রেসের শিডিউল মেলেনি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুই–চার দিনের মধ্যেই আমরা পরীক্ষা নেওয়া না নেওয়ার বিষয়ে একটা ডেভেলপমেন্ট জানতে পারব।

এদিকে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগামী ১০ মার্চ সম্ভাব্য তারিখ থাকলেও ওই সময় পরীক্ষা নেওয়া কঠিন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশ্বস্ত সূত্র। তবে কবে পরীক্ষা নেওয়া হবে তার জন্য পিএসসি মার্চের প্রথম সপ্তাহে জরুরি একটি বৈঠক ডাকবে। সেখানেই এই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

পিএসসি জানায়, ‘মার্চের ১০ তারিখ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া বেশ ডিফিকাল্ট। তারপরও আমরা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থা পর্যবেক্ষণ করব। এই সময় বিশেষ সভা করে পরীক্ষার তারিখ ঘোষণার দিন ধার্য করব। পরীক্ষার তারিখ জানতে পরীক্ষার্থীদের আরও অপেক্ষা করতে হবে।’

পিএসসি পরীক্ষা নিয়ে প্রার্থীদের বিভ্রান্ত করতে চায় না। তাই যখন পরীক্ষা ঠিক হবে, তার আগে আগে ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখ প্রকাশ করবে।

পিএসসি বলছে, ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনর শুরু হয় ১০ ডিসেম্বর ও শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে, নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।

এদিকে ৪৫তম বিসিএসের আবেদন করতে গিয়ে সমস্যা হওয়ায় ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

আবেদনের সময় ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনি নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পেরেছেন প্রার্থীরা। কিন্তু আবেদন করতে গিয়ে কিছু সমস্যায় পড়েন আবেদনকারীরা। এর পরিপ্রেক্ষিতে ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করে পিএসসি।

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পিএসসি   সিডিউল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত