বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন আর গুগলের নাম শোনেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন।
প্রযুক্তির এই যুগে গুগল ছাড়া প্রায় মানুষের জীবন যেন অসম্পূর্ণ। এটি এমন একটি সার্চ ইঞ্জিন, যা আপনাকে সবকিছু সম্পর্কে তথ্য দেয়।
গুগল অনেকেই ব্যবহার করলেও এর পুরো নাম জানেন না। এই সার্চ ইঞ্জিনকে গুগল নামে চিনলেও এটি তার সংক্ষিপ্ত নাম।
googleগুগলের পুরো নাম-গ্লোবাল অর্গানাইজেশন অব ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ । ইংরেজি Global Organization of Oriented Group Languages of Earth.
গুগল এলএলসি বা গুগল লিমিটেড লায়াবেলিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল নির্মাণ করেন।
-বাবু/এ.এস