একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আগামীকাল শুক্রবার সারা দেশে মশাল মিছিলের ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে বেশ কয়েকটি সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকার করে। এর মধ্যে ছিল সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের এক বছর আগেও এ অঙ্গীকারসমূহ বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ প্রত্যক্ষ বা পরোক্ষ দৃশ্যমান না হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ঐক্যমোর্চা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচি হিসেবে ঢাকাসহ সারা দেশে কাল সন্ধ্যা ৬টায় শান্তিপূর্ণ মশাল মিছিলের আয়োজন করেছে। ঢাকায় শাহবাগ চত্বরে বিকেল ৪টায় জমায়েত হয়ে সন্ধ্যা ৬টায় মশাল মিছিল বেরিয়ে তা জাতীয় প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবে।
এরই মধ্যে দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি পরিষদের নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন।
-বাবু/এ.এস