রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
সেমিতে ভারতকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৯ PM আপডেট: ২৩.০২.২০২৩ ১১:৫৭ PM

নারীদের ক্রিকেটে নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। এই বিশ্বকাপেও দেখা গেছে তারই প্রতিচ্ছবি। তবে সেই অস্ট্রেলিয়াকে প্রায় মাটিতে নামিয়ে এনেছিল ভারতের নারীরা। ১৭৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৪০ রান, হাতে ৬ উইকেট। কিন্তু ভাগ্যের কাছে আরও একবার পরাস্ত ভারত। এই রানটাই আর নিতে পারল না হারমানপ্রীত করের দল।  


কেপ টাউনে নারী বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছে অ্যাশলে গার্ডনার। 


টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় নেমে ১৬৭ রানে থামে ভারত। আর তাতে আরও একবার বিশ্বকাপ নকআউটে অজিদের কাছে হারল ভারতের নারীরা। 


শুরু থেকে সাবধানী ব্যাটিং করেছে অজি নারীরা। ৫২ রানে ওপেনিং জুটি ভাঙেন রাধা যাদব। ৩৭ বলে ৫৪ রান করে বেথ মুনি ফেরেন শিখা পান্ডের বলে ক্যাচ দিয়ে। ১৮ বল্কে ৩১ রান করে বড় রানের ভিত্তি গড়তে সাহায্য করেন গার্ডনার। অধিনায়ক মেগ ল্যানিং ৩৪ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন। তাতে ১৭২ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।


লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা একদমই ভালো হয়নি ভারতের। ২৮ রানের মাথায় তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় ভারত। বিপদ সামলে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন জেমিনাহ রদ্রিগেজ ও হারমানপ্রীত কর। দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। ২৪ বলে ৪৩ রানের ইনিংসে অজিদের বোলিং লাইনকে ধবলধোলাই করে ফেরেন রদ্রিগেজ।


রদ্রিগেজের বিদায়ের পর একাই ভার সামলে যাচ্ছিলেন কর। দলও ছিল জয়ের পথেই। কিন্তু ১৫ তম ওভারে ঘটে বিপত্তি। ভাগ্যের কারণে রান আউট হয়ে ফেরেন হারমানপ্রীত কর। এরপর আর লক্ষ্যে পৌঁছানো হয়নি ভারতের। ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দীপ্তি-রাধাদের। 


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভারত   অস্ট্রেলিয়া   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত