নাজমুল হোসেন শান্তর হাত ধরে বাংলাদেশ দারুণ দুটি সাফল্য পেয়ে গেলো। সিলেটে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল। দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় তারা। ওই সফলতা থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ, যেখানে সাদা বলের কোনও ম্যাচ কখনও জেতেনি তারা। কিন্তু বুকভরা সাহস ছিল, জেতার তাড়নাও ছিল। সেটা হয়নি। তবে ঠিকই ইতিহাস রচিত হলো, প্রথমবার নিউজিল্যান্ডে ওয়ানডে জিতলো বাংলাদেশ।
এই প্রথমবার নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। শনিবার নেপিয়ারে তারা এক কথায় স্বাগতিকদের উড়িয়ে দিয়েছে। বল হাতে তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নিয়ে কিউইদের ৯৮ রানে অলআউট করেন। তারপর শান্তর ফিফটিতে ২০৯ বল বাকি থাকতে জিতে যায় সফরকারীরা।
জেতার ধরনে খুশি শান্ত, ‘এই ম্যাচ ছেলেরা যেভাবে খেলেছে, তাতে সত্যিই গর্বিত। এই সিরিজের আগে আমরা সিরিজটি জিতবো বলে ভেবেছিলাম। প্রথম দুটি ম্যাচ জিততে পারিনি কিন্তু আজ জিতলাম। বোলাররা অনেক কিছু শিখেছে। তারা ভালো জায়গায় বল করছিল, উইকেট তারা খুঁজছিল না। বোলাররা আজ যেভাবে বল করলো, তাতে খুশি।’
এই জয় টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস যোগাবে বললেন অধিনায়ক, ‘এই ম্যাচ আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে, কিন্তু টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমরা সেভাবেই পরিকল্পনা সাজাবো।’
আগামী বুধবার এই মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মাঝে তিন দিন হাতে রয়েছে। নেপিয়ার শহর ঘুরে দেখবেন কি না প্রশ্নে শান্ত বললেন, ‘আমরা কিছু জায়গা ঘোরার পরিকল্পনা করছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কিছুদিনের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলবো।’