বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
হোয়াইটওয়াশ এড়াতে দোয়া চেয়েছেন শান্ত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ২:৩৯ PM
নিউজিল্যান্ড সফর বাংলাদেশের জন্য বিভীষিকারই এক নাম। সাদা বলের ক্রিকেটে এখন অবধি দেশটিতে কোনো ম্যাচ জেতা হয়নি।

এই রেকর্ড বদলানো যায়নি এবারের নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেও। দুটিতেই হেরে গেছে বাংলাদেশ।
এখন অবধি কিউইদের মাটিতে টানা ছয়টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শনিবার সকালে এবারের সিরিজের শেষ ম্যাচ হারলে সংখ্যাটা দাঁড়াবে সাতে। সেটি যেন না হয়, তার জন্য দোয়া চেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার নেপিয়ারে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সাক্ষী হওয়ার সামনে। দোয়া করেন যেন এটা না হয়। ’

সিরিজের শেষ ম্যাচে হারতে চান না শান্ত। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। প্রথমটিতে অবশ্য বৃষ্টির বাধায় ম্যাচ নেমে এসেছিল কেবল ৩০ ওভারে। ওই ম্যাচে নিজেদের দুর্ভাগা মনে করছেন শান্ত।

তিনি বলেন, ‘আমার মনে হয় পরের ম্যাচটা আমরা জেতার জন্যই খেলব। আমরা শুরুতে একটা লক্ষ্য ঠিক করে এসেছিলাম কিন্তু যেটা হয়নি। প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আমার মনে হয় কিছুটা দুর্ভাগা ছিলাম আমরা। দ্বিতীয় ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে, রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও ইতিবাচক অনেক কিছু ছিল। ’

‘আমার কাছে মনে হয় যে শুধু নেতিবাচক জিনিসটা চিন্তা না করে এবছর এই জায়গায় আমরা কোন কোন বিভাগে ভালো করলাম দেখা দরকার আছে। রিশাদের গতকালের (গত ম্যাচের) বোলিং স্পেলটা খুবই ভালো ছিল, সৌম্যর কামব্যাকটা অসাধারণ ছিল, শরিফুলের নতুন বলে বোলিং খুব ভালো ছিল। সবমিলিয়ে আমার কাছে মনে হয় বেশ কিছু উন্নতি হয়েছে। আমরা যদি আর একটু দল হিসেবে খেলতে পারি তাহলে মনে হয় ম্যাচ জেতা সম্ভব। ’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত