পর্দা উঠলো তথ্য প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী বেসিস সফটএক্সপো'র। এবারের প্রদর্শনীতে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'সহ প্রযুক্তি খাতের নানা উদ্ভাবনী স্থান পেয়েছে। যা দেখতে গিয়ে প্রযুক্তি খাতে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন সরকারের দুই মন্ত্রী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসিস সফটএক্সপোর উদ্বোধন হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তারা প্রযুক্তিখাতে বিদ্যমান সুযোগ সুবিধা নিয়েও কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশে বসে অনেক ডিজাইনার ইনটেল, স্যামস্যাংসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাইক্রোচিপ ডিজাইন করছে।’
প্রযুক্তিখাতে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও বাড়ানো দরকার উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের এখন প্রযুক্তি খাতে বহাল থাকা রেয়াত নিয়ে ভাবতে হবে। ২০২৪ সালের পর কী হবে? এই বাজেট থেকেই সেই দিকনির্দেশনার দিকে এগিয়ে যেতে হবে।’
এদিকে প্রযুক্তির বিশ্বে নেতৃত্ব দিতে তরুণ প্রজন্মকে দক্ষ করতে সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উদ্যোক্তারা জানান, চারদিনের প্রদর্শনী রোববার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গন উন্মুক্ত থাকবে।
বাবু/এ আর