গত মৌসুমে দুটি শিরোপা জেতা লিভারপুল এবার যেন নিজেদের হারিয়ে খুঁজছে। কোনো কিছুতেই চেনা চেহারায় ফিরতে পারছে না তারা। ধুঁকতে থাকা মৌসুমে ঘুরে দাঁড়াতে তাই নিজেদের ওপর বিশ্বাস রাখার কোনো বিকল্প দেখছেন না দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।
২০২১-২২ মৌসুমে লিগ কাপ ও এফএ কাপের শিরোপা ঘরে তোলে লিভারপুল। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত করে তারা। যদিও সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত জিততে পারেনি এই দুই শিরোপা। ইউরোপ সেরার মঞ্চে ও লিগে হয় রানার্সআপ।
সেই লিভারপুলই এবার ভরাডুবির মধ্যে। লিগ কাপ ও এফএ কাপ থেকে এরই মধ্যে ছিটকে গেছে তারা। ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আছে ৮ নম্বরে। ২২ ম্যাচে জিততে পেরেছে কেবল ১০টি। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ পড়ার দুয়ারে লিভারপুল। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে হার ৫-২ ব্যবধানে। পরের ধাপে যেতে দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে ইংলিশ ক্লাবটিকে।
রিয়ালের বিপক্ষে বাজে হারের ক্ষত এখনও তরতাজা ক্লপের। লিগ ম্যাচে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তার দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জার্মান কোচ বললেন, কেবল নিজেদের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে চান তারা।
তিনি বলেন। চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ গোল হজম করা মোটেও গ্রহণযোগ্য নয়। তবে যাই হোক, এটাই হয়েছে। আমাদের কিছু জিনিস পরিবর্তন করতে হবে। প্রথমার্ধে আমরা আসলেই ভালো খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল বেশ বাজে। পারফরম্যান্সে অনেক কিছুই ফিরে এসেছে, তবে এখনও স্থিতিশীল নয়। আমরা যেভাবে খেলি ওই জায়গায় কিছুটা ধারাবাহিকতা আনতে হবে। সবকিছু আবেগের বিষয় হতে পারে না। আমাদের নিজেদের ওপর আবার বিশ্বাস করা শুরু করতে হবে এবং মাঠে নিজেদের খেলার মানে ফিরতে হবে।
বাবু/এ আর