আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, একটি অপশক্তি মুক্তিযুদ্ধকে বাইচান্স বাংলাদেশ বলছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপি বাংলাদেশকে বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছিল অভিযোগ করে কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ এখন ঘুরে দাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ শেষ করে সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ। আরেকটি গোষ্ঠি চাচ্ছে টেক ব্যাক বাংলাদেশ।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে নতুন প্রজন্মের হাত ধরেই নির্মিত হবে স্মার্ট বাংলাদেশ। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। পরে স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।
বাবু/এ আর