মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ফের করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪২ PM আপডেট: ২৭.০২.২০২৩ ১২:৪৬ PM

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি নিজে এ খবর জানান।

এদিন সকাল পৌনে আটটার দিকে পলক জানান, সোমবার মন্ত্রিপরিষদ সভা থাকায় রোববার করোনাার নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। পরীক্ষায়  করোনা পজিটিভ আসে তার। আর আক্রান্ত হওয়ার খবর জানতে পেরে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন প্রতিমন্ত্রী।










এছাড়া গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে ছিলেন তাদের করোনার নমুনা পরীক্ষারও আহবান জানিয়েছেন তিনি। এ বিষয়ে বলেন, ‘গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’ এরপর সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রতিমন্ত্রী।

এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে এ দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।

-বাবু/এ.এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত