বস্ত্রশিল্প প্রতিষ্ঠানে দক্ষ জনবল তৈরিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত শনিবার সাভারের নিটারের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও পিঠা উৎসবে তিনি এ কথা জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে ঢাবির উপ-উপাচার্য বলেন, গবেষণামূলক কাজে জড়িত থেকে তোমাদের হতে হবে এক একজন উদ্যোক্তা। যে কোনো চ্যালেঞ্জ উত্তরণে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে।
নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিটারের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিটিএমএর সহসভাপতি মো. ফজলুল হক ও আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু প্রমুখ।
-বাবু/এ.এস