রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
‘গুম-খুনের মামলা হলে আ’লীগের কেউ নির্বাচন করতে পারবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১:৪৯ PM
বিগত ১২ বছরের গুম-খুন ও দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলেও যেতে হবে।

শুক্রবার (৩ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এই এ কথা বলেন তিনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই কর্মসূচি হয়।

এসময় খসরু বলেন, ওয়ান ইলেভেনে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে বেশি মামলা ছিল। তারা ক্ষমতায় এসে সব মামলা প্রত্যাহার করে।

বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে তাদের সব মামলা চালু করা হবে এবং প্রত্যেকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বক্তব্য দেওয়া থেকে আওয়ামী লীগ নেতাদের বিরত থাকার আহ্বান জানান খসরু। তিনি বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে। এদের বিতাড়িত করলেই দেশ নিরাপদ।

আমীর খসরু বলেন, সরকারবিরোধী আন্দোলন ঘিরে কাউকে জেলে নিলে লাভ হবে না। সব নেতাকর্মীরা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে নামলে এই সরকার রেহাই পাবে না।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, একতরফা নির্বাচন এ দেশে আর হবে না। নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নির্বাচন   আওয়ামী লীগ   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত