শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন প্রদ্যুৎ কুমার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৪:৪২ PM
বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রয়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার। সম্প্রতি ভারতের কলকাতায় একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এ গুণী অভিনেত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশের সুনামগঞ্জের প্রদ্যুৎ কুমার তালুকদার।

এ বিষয়ে শর্মিলা ঠাকুরের হাত থেকে সম্মাননা গ্রহণ শেষে প্রদ্যুৎ কুমার তালকুদার বলেন, ‘নিঃসন্দেহে এই সম্মাননা আমার জন্য অনেক আনন্দের, গর্বের। আমি আমার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এই স্বীকৃতি আমাকে অনেক অনুপ্রেরণা দিবে। আয়োজকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি।’

একই অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেন, অভিনেত্রী ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস, গায়িকা মেঘলা দাস গুপ্ত প্রমুখ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত