তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জুতাশিল্পের প্রবৃদ্ধি সবসময়ই প্রয়োজন। কারণ তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। বর্তমানে দেশে ২০০-এর বেশি কারখানা ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের জুতা রপ্তানিতে অবদান রাখছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৬ লাখেরও বেশি লোকের কর্মসংস্থান করেছে।
সোমবার (৬ মার্চ) গুলশানের সিক্স সিজনস হোটেলে আয়োজিত ফুটওয়্যার ডাইজেস্টের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ অ্যান্ড এনার্জিপ্যাক-এর উপদেষ্টা পরিষদের সদস্য মো. ইকবাল হোসেন এমপি, পরিচালক মিকাইল শিপার, বুয়েটের প্রফেসর ড. ফেরদৌস সারওয়ার প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, নতুন পত্রিকা ‘দ্য ফুটওয়্যার ডাইজেস্ট’ বাংলাদেশের ফুটওয়্যার শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি পত্রিকাটি ফুটওয়্যার শিল্পকে তুলে ধরবে এবং একে আরো বিকশিত করবে।
অন্যান্য বক্তারা বলেন, ফুটওয়্যার খাতে এখন পর্যন্ত ৩১টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সরকার এখন চামড়ার জন্য বিভিন্ন সুযোগ দিচ্ছে। এছাড়া বিনিয়োগকারীদের জন্য রপ্তানি ক্রেডিট গ্যারান্টি স্কিম, এলসির বিপরীতে ৯০ শতাংশ ঋণ এবং রপ্তানি প্রচারের জন্য তহবিলও পাওয়া যাচ্ছে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |