বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
বিজনেস সামিটে অবকাঠামো খাতে বিপুল বিদেশি বিনিয়োগের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১১:৪৩ AM
বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়াই নয়, সারাবিশ্বে উন্নয়নের এক বিস্ময়। গত এক যুগে অবকাঠামো খাতে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন সম্ভাবনাময় বাস্তবতা। বিনিয়োগের জন্য নীতি কাঠামোয় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বিনিয়োগকারীদের সুবিধা নিশ্চিতে প্রতিষ্ঠা হয়েছে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সস্তা শ্রমবাজার, ব্যবসাবান্ধব পরিবেশ, প্রযুক্তির উচ্চ ব্যবহারের সুবিধা তুলে ধরতে পারলে, এই খাতে বিপুল বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। যা ২০৪১ এর স্বপ্ন পূরণকে সহজ করবে। এ জন্য আসন্ন বিজনেস সামিট হতে পারে সবচেয়ে বড় সুযোগ।

প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১১ থেকে ১৩ মার্চ বিজনেস সামিট অনুষ্ঠিত হবে। এতে ১৩০ দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিবেন। এতে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলন, যোগাযোগ, টেলিযোগাযোগ, পোশাক ও বস্ত্র, হালকা প্রকৌশল, স্বাস্থ্য-শিক্ষার মতো খাতে বিদেশি বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।

এ বিষয়ে এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ হাজার একর জমির ওপর বঙ্গবন্ধু স্পেশাল ইকোনোমিক জোন হচ্ছে। সেখানে অনেক বিদেশি কোম্পানি রেজিস্টার্ড করেছেন, জমি কিনেছেন। কোরিয়া, জাপান, চীনসহ বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানিগুলো সেখানে জমি কিনেছে বিনিয়োগ করার জন্য।

তিনি বলেন, বিজনেস সামিটে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা আসছেন বাংলাদেশে ব্যবসায়ের কী পরিমাণ সুযোগ রয়েছে, সেটি দেখার জন্য। এই সামিট নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। সেখানে আমরা আমাদের অনেকগুলো খাতকে তুলে ধরাতে চাচ্ছি। এটি যে নতুন একটি বাংলাদেশ, আমরা ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে যাচ্ছি, বাংলাদেশের যে একটি বড় সম্ভাবনা ইতোমধ্যে তৈরি হয়েছে, সেটাই আমরা তুলে ধরব।

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক বলেন, যারা দূরদর্শী, দীর্ঘসময়ের জন্য বিনিয়োগ করতে চায়। তাদের কাছে এই দুর্দিনের সময়ে এই প্যারামিটারগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা হবে। আমার মনে হয়, এই সম্ভাবনাকে কাজে লাগানোর যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের আশপাশের দেশগুলো থেকেও আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি এবং সেটি প্রমাণও করেছি যে, আমাদের সক্ষমতার জায়গার মধ্যে অনেকগুলো অন্যদের তুলনায় ঈর্ষণীয়। সেই হিসেবে নিজেদের অর্জনগুলোকে এখন অন্যদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে হবে। বিশেষজ্ঞরা বলেন, বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিতে সব ধরনের প্রণোদনা দিতে হবে। কারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশের উন্নয়নের গতি আরও বেগবান হবে।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিজনেস   সামিট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত